চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে নগরে লাল কার্ড মিছিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বান্দরবানে চিম্বুক পাহাড়ে পাঁচতারকা হোটেল নির্মাণের প্রতিবাদে নগরে চার পাহাড়ি সংগঠন হাতে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এ লাল কার্ড মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ মিছিলটি ডিসি হিল হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়েছে। সমাবেশে পাঁচ তারকা হোটেল নির্মাণ নিয়ে করা চুক্তিপত্রের অনুলিপি পুড়িয়ে দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরতরা। পিসিপি চবি শাখার ছাত্র নেতা সোহেল চাকমার সঞ্চালনায় গণতান্ত্রিক যুব ফোরামের মহানগর নেতা উচিংশৈ চাকের (শুভ) সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে সংহতি জানিয়ে মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীকে মর্যাদা দিয়ে রক্ষা করা। তাই তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ন রাখতে পাহাড়িদের ভূমি অধিকার সহ তাদের জীবনমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান। ডা. সুশান্ত বড়ুয়া বলেন, দেশের মানুষ পাহাড়কে পাহাড়ের রূপে, তার প্রকৃতিকে এবং প্রকৃতির বৈশিষ্ট্যকে উপভোগ করতে ভালোবাসে। তাই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ন রাখতে ভূমিদস্যুদের কবল থেকে পাহাড়ের ভূমি ও ভূমিপুত্রদের রক্ষা করতে হবে। সমাবেশে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ রুমি, সামিউল আলম রিচি, অ্যাডভোকেট শফিউদ্দিন কবির আবিদ, অ্যাডভোকেট বিষুময় দেব সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। অন্যদিকে পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন বিএমএসসি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি উথোয়াই মারমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা নিশান চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সহ-সভাপতি পিংকি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রেশমী মারমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধআহলে সুন্নাত ওয়াল জামা’য়াত কড়লডেঙ্গার কাউন্সিল