মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিবাদ সভা

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে একটি জনযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি মুক্তির স্বাদ পেয়েছে। মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশে মুজিব শতবর্ষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সামপ্রদায়িক অপশক্তির হুমকিকে প্রতিহত করতে হবে।একাত্তরের পরাজিতদের দোসরদের আর কোনো ছাড় নয়,এবার কঠোরভাবে দমন করতে হবে। গত মঙ্গলবার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম-চট্টগ্রাম আয়োজিত সভায় নেতারা একথা বলেন। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সেক্টর কমাণ্ডারস ফোরামের মহিলা সম্পাদক অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মো. কামাল উদ্দিন, দীপন দাশ, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, রঘুনাথ মজুমদার, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, ইসমে আজিম আসিফ, ইমরান হোসেন মুন্না, ভাস্কর দেব, কোহিনুর আকতার, সাদিয়ান মুনতাসীর রাফি।

পূর্ববর্তী নিবন্ধএকজন মানবতাবাদী লেখক
পরবর্তী নিবন্ধচিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে নগরে লাল কার্ড মিছিল