চট্টগ্রামে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনকচাঁপা চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ২ এপ্রিল নগরীর ফিনলে হিলে হিডেন হার ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে দেশের পাঁচ বিশিষ্ট চিত্রশিল্পীদের নিয়ে দিনব্যাপী আর্টক্যাম্পও অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, বসন্তের মনোরম পরিবেশে প্রকৃতি ও জীবনের মাঝে বিদ্যমান সম্পর্ক এবং সংহতি শিল্পীদের রং–তুলি ও ক্যানভাসে ফুটিয়ে তোলার উদ্দেশ্য নিয়েই ছিল এ আয়োজন। দিনব্যাপী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন দেশের পাঁচ বিশিষ্ট চিত্রশিল্পী। ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী জামাল উদ্দিন আহমেদ, কনকচাঁপা চাকমা, রনজিত দাস, বিশ্বজিৎ গোস্বামী, সৌরভ চৌধুরী।
হিডেন হার ফাউন্ডেশনের উপদেষ্টা তারিকুল ইসলাম জুয়েল বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বন্দরনগরী চট্টগ্রামে এমন মনোরম পরিবেশে গুণী এই চিত্রশিল্পীদের নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠান আয়োজন করতে পেরে হিডেন হার গর্বিত। ভবিষ্যতেও হিডেন হারের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারিকুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে চট্টগ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।