চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের পক্ষ হতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী ক্লাবের সকল সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দদের ইফতার পার্টিতে উপস্থিত থাকার জন্য স্বাগত ও অভিনন্দন জানান। তিনি বলেন, মাহে রমজান সংযম ও সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনে একটি ধর্মীয় উপলক্ষ।
এই রমজান মাসে মূল শিক্ষা হলো নামায, রোজা ও এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ্্–তায়ালার নৈকট্য পাওয়া এবং সকল ধরনের লোভ, লালসা ও ভোগবাদিতা পরিহার করে শুদ্ধাচারী জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠা। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির ভাইস–প্রেসিডেন্ট মোহাম্মদ
আব্বাস, মো. জাহিদুল ইসলাম (মিরাজ), এম. ইয়াকুব আলী, ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), সৌরিন দত্ত এবং ওয়ালিউল আবেদীন শাকিল। দোয়া মাহফিলে মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেঃ সাফায়েত আহম্মদ খান, এম. এ. মালেক, এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, ইঞ্জিঃ পরিমল কান্তি
চৌধুরী, প্রদীপ কুমার দত্ত, এম.আর. দে, ডা. মইনুল ইসলাম মাহ্মুদ, মো. আবুল বশর, সুলতানুল আবেদীন চৌধুরী, ডা. সরফরাজ খান চৌধুরী, সাহাবুদ্দিন আহম্মদ, বেলায়েত হোসেন, কাজী মাহ্মুদ ইমাম (বিলু), এনামুল হক ইকবাল, এডভোকেট মনতোষ বড়ুয়া, মোহাম্মদ ছগির চৌধুরী, গোপাল কৃষ্ণ লালা,
মোহাম্মদ গিয়াস উদ্দিন, দেবাশিষ পালিত, শেখ মোহাম্মদ ইয়াকুব, অশেষ কুমার উকিল, সিরাজুল হক আনছারী, প্রফেঃ ডা. নাসির উদ্দিন মাহ্মুদ, মো. ফজলুল করিম ভূঁইয়া (টিপু), প্রফেঃ ডা. মোহা. রেজাউল করিম, অঞ্জন কান্তি বিশ্বাস, এ.এম. শমসের তসলিম, আকতার আহম্মদ চৌধুরী, জসিম উদ্দিন
আহম্মদ, আবুল হোসেন, মো. রফিকুল আলম, ইঞ্জিঃ গিয়াস উদ্দিন আহম্মদ, মাশফিক–উল–হাসান, মোহাম্মদ সৈয়দ, মো. শাহাবুদ্দিন চৌধুরী, ডা. শাহাদাত হোসেন, এস.এম. সাইফুল আলম, মোহাম্মদ খালেদ মাহ্মুদ, ডা. মিজানুর রহমান চৌধুরী, এম.এন. আজাদ চৌধুরী, মোহাম্মদ আবছার মিয়া, সাইফুল আলম
চৌধুরী, আজাদ এম.এ. রহমান, ছাবেদুর রহমান, লুৎফুল হাসান (তামিম), ডা. মোহাম্মদ লিয়াকত আলী খান, মোহাম্মদ আবুল বশর চৌধুরী, এস এস জুবায়ের আহমেদ, এ.এইচ.এম. আজাদ চৌধুরী, নিখিল চন্দ্র চৌধুরী, প্রদীপ কুমার দাশ, মোহাম্মদ সানাউল্লাহ, তিলক কুমার মল্লিক, আবচার হোসেন, জসিম
উদ্দিন, ইঞ্জিঃ অশোক কুমার চৌধুরী, কাজী সানোয়ার আহম্মদ (লাভলু), অজিত কুমার দাশ, গোলাম মোরশেদ, মোহাম্মদ শাহ্ একরাম, সাদমান বিন মাহমুদ, বাসুদেব সিন্হা, আব্দুল কাইয়ুম চৌধুরী, ইঞ্জিঃ ওম প্রকাশ নন্দী, আবুল হাসনাত মো. বেলাল, ইকবাল হোসেন, সিতোয়াত করিম, ওমর ফারুখ চৌধুরী, আলী আকবর, পলাশ কান্তি দে, হুসনুল কামরাইন খান ও তাঁদের পরিবারবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।