চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সভা

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা হাজী মো. ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী ও দোকান মালিক সমিতির সভাপতি মো. সাহাবুদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন।

বক্তব্য রাখেন আমির হোসেন, অলি আহাম্মদ, ওসমান গণি টিপু। সমিতির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সম্পাদকের প্রতিবেদন পাঠ, অডিট রিপোর্ট ও বাজেট উপস্থাপন করেন। অডিট রিপোর্ট বাজেটের উপর দাউদুল ইসলাম, আলী আকবর, হাজী রইচ মিয়া, হাজী ইয়াছিন, কাজী জয়নাল আবেদীন, আবু তাহের, নজরুল ইসলাম ছোটন, বিকাশ চন্দ্র নাথ প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। বিস্তারিত আলোচনা পর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, অডিট রির্পোট ও বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবারমুডার রহস্য
পরবর্তী নিবন্ধচাপড়ায় অগ্নিদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ