চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত নাইট রাইডার মোটরস দাবা, ব্যাডমিন্টন ও লন টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার রাতে সম্পন্ন হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর চেয়ারম্যান নাদের খান। এতে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, দাবা ও লন টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ ও পৃষ্ঠপোষক মাহাবুবুল কবির খান শান্তুনু ,ব্যাডমিন্টন মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধরী রকি এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নাইট রাইডার মোটরস এর পরিচালক এহসানুল কবির খান প্রমুখ বক্তব্য রাখেন । অন্যান্যের মধ্যে ক্লাব নির্বাহী কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু, সৈয়দ আহসানুল হক শামীম, রুমানা হায়াত, আলী আহসান সেলিম, মোঃ আজীজুল হাকীম এবং মঞ্জুরুল আলম পারভেজ সহ বহু ক্লাব মেম্বার সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চৌধুরী মাহতাব উদ্দিন হুমায়ুন ।












