চিটাগাং ক্লাবে বিলিয়ার্ড ফাইনাল সম্পন্ন

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১১ অপরাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত বারকোড-রিটজি গ্রুপ বিলিয়ার্ড, স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের বিলিয়ার্ড ফাইনাল খেলা গত ৬ সেপ্টেম্বর সোমবার রাতে সম্পন্ন হয়। দুই ঘন্টা স্থায়ী এই খেলায় স্নুকার কনভেনার নুর উদ্দিন জাবেদকে ২-১ ফ্রেমে হারিয়ে আয়াজ ইসলাম চৌধুরী চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। খেলাটি উপভোগ করার জন্য স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজসহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার বিভাগ ফুটবল লিগে দলবদল
পরবর্তী নিবন্ধসুপার থ্রি পর্বে শুভ সূচনা নওজোয়ান গ্রীনের