চিটাগাং উইম্যান চেম্বারে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। গতকাল সোমবার হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বেলুন উড়ানো, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনডোর গেমস্‌। প্রেসিডেন্ট ইন চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ সাবিহা নাহার বেগম। বক্তব্য দেন, রুহি মোস্তফা, পরিচালক রেবেকা নাসরিন, বেবী হাসান। সঞ্চালনা করেন জেসমিন আক্তার। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রসেনা দক্ষিণ জেলার কর্মশালা
পরবর্তী নিবন্ধখুলশীতে ভবন মালিক খুন, দারোয়ান পলাতক