চিটাগাং উইম্যান চেম্বারে ডিজিটাল সেবা সংক্রান্ত মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বার কার্যালয়ে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর প্রদান কার্যালয়ের সহযোগিতায় আরজেএসসি প্রদত্ত ডিজিটাল সেবা সংক্রান্ত মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের প্রধান কার্যালয়ের অতিরিক্ত নিবন্ধক (যুগ্ম সচিব) সন্তোষ কুমার পন্ডিত।

তিনি বলেন, চট্টগ্রামের নারী উদ্যোক্তারা অনেক বেশি সংগঠিত এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক সচ্ছল। তাদের ব্যবসা পরিচালনায় লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা ও ব্যবসার বিভিন্ন নিয়ম-নীতি সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রে আরজেএসসি সব ধরনের সহযোগিতা প্রদান করবে। সভায় আরজিএসসি প্রদত্ত ডিজিটাল সেবা সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপনের পর প্রধান অতিথি ও আরজেএসসির কর্মকর্তাগণ উপস্থিত নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মনোয়ারা হাকিম আলীর বলেন, আমাদের নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে অনেক আগ্রহী। আরজেএসসির সহযোগিতা পেলে তারা সামনে এগিয়ে যাবে এবং ব্যবসার ক্ষেত্রে সফলতা লাভ করবে। উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, আমরা নারীরা শুধু ঘর-সংসার নয়, ব্যবসার ক্ষেত্রেও অবদান রাখতে চাই। সকলের সহযোাগিতা পেলে ব্যবসায় অবশ্যই সফলতা অর্জন করতে পারব এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারব।

সভায় সম্মানিত অতিথি ছিলেন আরজেএসসি প্রধান কার্যালয়ের উপ-নিবন্ধক আবু ইসা মোহাম্মদ মোস্তফা ভূঁইয়া ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-নিবন্ধক মো. রকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, পরিচালক কাজী তুহিনা আক্তার, প্রাক্তন পরিচালক ফেরদৌস ইয়াসমিন খানম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আজ কাল
পরবর্তী নিবন্ধনিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার ওপর গুরুত্ব