নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত আম্বিয়া গ্রুপ এমেচার ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে দুটি খেলা অনুষ্টিত হয়। দিনের প্রথম খেলায় চিটাগাং মাস্টার্স ৫ উইকেটে চিটাগাং ইউনিাইটেডকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে আগ্রাবাদ মাস্টার্স ৫৪ রানে লিজেন্ড ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
সাগরিকাস্থ মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে চিটাগাং ইউনাইটেড। নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে তারা । দলের পক্ষে সেজান ৭৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লিপন ১৭ রান করে অপরাজিত থাকেন। চিটাগাং মাস্টার্সের পক্ষে নাঈম ও মাহতাব ২টি করে উইকেট লাভ করেন। ১১৬ রানের লক্ষ্যে খেলতে নামা চিাটাগং মাস্টার্স সাবিবের ৪৬ এবং রিসাদের ২১ রানের উপর ভর করে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। চিটাগাং ইউনাইটেডের এর ইমরান ৩টি উইকেট লাভ করে। ম্যাচ সেরা নির্বাচিত হন চিটাগাং মাস্টার্সের সাবিবুল আলম । তার হাতে পুরস্কার তুলে দেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা। দিনের অপর খেলায় আগ্রাবাদ মাস্টার্স ৫৪ রানে লিজেন্ড ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রানের বিশাল স্কোর গড়ে আগ্রাবাদ মাস্টার্স। দলের পক্ষে ফারুক টিটো মাত্র ৩৯ বলে ৭২ রান করেন। যেখানে তিনি ৬টি চার এবং ৬টি ছক্কা মেরেছেন। এছাড়া অনিন্দ ৩১, মাসুদ করিম ৩২ এবং সুমন সাহা করেন ২২ রান। লিজেন্ড ক্রিকেট ক্লাবের পক্ষে আজিজুর রহমান তুহিন ২টি উইকেট লাভ করেন। ১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লিজেন্ড ক্রিকেট ক্লাব ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয়। লিজেন্ড এর পক্ষে নাজমুল ২৮ এবং আরিফ ৩৯ রান করেন। আগ্রাবাদ মাস্টার্সের ইশতিয়াক ১৭ রানে ৩টি, জামশেদ ১৫ রানে এবং সুমন সাহা ৩১ রানে ২টি করে উইকেট লাভ করেন। আগ্রাবাদ মাস্টার্সের মোঃ ফারুক টিটো তার অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন বিএনও লুব্রিকেন্ট এর কান্ট্রি ডিরেক্টর মোঃ ফারুক।