চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির। গত মঙ্গলবার সন্ধায় ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে শাহজাহান (৪৭) নামের ওই হাজতির মৃত্যু হয়। শাহজাহান বায়েজিদ বোস্তামি থানাধীন উত্তর কুলগাঁও এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে এবং নগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় শাহজাহানকে কারা হাসপাতাল থেকে নিয়ে আসা হয় এবং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সন্ধার দিকে তিনি মারা যান। জানা গেছে, বায়েজিদ থানার একটি মামলায় গত বছরের ১৯ অক্টোবর শাহজাহান কারাগারে পাঠানো হয়। তিনি রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ গত ২৬ মার্চ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে ভর্তি করা হয়।