চা শিল্পের বিকাশমান ধারা বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করছে

‘চা দেশে দেশে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশে চা শিল্পের বিকাশমান ধারা বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত গতিতে। দিন দিন চা এর উৎপাদন ও বিপনন বৃদ্ধি পাচ্ছে। চা উৎপাদন, বিপনন এর পেছনে অনেক স্তর ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। লেখক আমিনুর রশীদ কাদেরী চা এর নেপথ্য ইতিহাসগুলো তুলে এনেছেন ‘চা দেশে দেশে’ গ্রন্থে। গতকাল শনিবার আবির প্রকাশন থেকে প্রকাশিত আমিনুর রশীদ কাদেরী প্রণীত ‘চা দেশে দেশে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। আবির প্রকাশনের প্রধান নির্বাহী মুহম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে সভায় কথামালায় অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কথা সাহিত্যিক ড. আজাদ বুলবুল, কবি রাশেদ রউফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক ডীন ড. এম.এ. গফুর, কবি মুশফিক হোসাইন প্রমুখ। অনুভূতি ব্যক্ত করেন লেখক আমিনুর রশীদ কাদেরী। পরে অতিথিবৃন্দ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সহ-সভাপতি সেঁজুতি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ.লীগের বর্ধিত সভা আজ
পরবর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারে হেল্পডেস্ক উদ্বোধন