চা বাগানে বন্যহাতির হানা

শ্রমিকদের ঘর তছনছ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া চাঁদপুর বেলগাঁও চা বাগানে বন্য হাতির হামলায় তছনছ হয়েছে শ্রমিকদের থাকার ঘর। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে একপাল বন্য হাতি এ হামলা চালায়। এ সময় শ্রমিকেরা বাগান থেকে লোকালয়ে পালিয়ে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে। চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার কাজী সোহেল রানা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেলগাঁও চা বাগানে একপাল হাতি হানা দিয়ে বাগানে কর্মরত শ্রমিক গেদু মিয়া ও জসিম উদ্দিনের টিনশেড কাঁচা ঘরের দেয়াল গুঁড়িয়ে দেয়। এ সময় শ্রমিকেরা বসতঘর ছেড়ে পালিয়ে জীবন বাঁচায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে বাঁশখালীর পুকুরিয়া চাঁদপুর বেলগাঁও চা-বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে হাতির পাল এসে চা বাগানের শ্রমিকদের থাকা বসতঘর তছনছ করেছে। বন্য হাতির পাল প্রায় সময় চা বাগানে এলেও এ ধরনের ক্ষতি করে না। তবে এবার দুটি বসতঘরের দেওয়াল ভেঙে দেয়।

পূর্ববর্তী নিবন্ধলোকনাথ আদর্শ গীতা নিকেতনে শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধপার্থ সারথীর ওপর হামলা মেনে নেওয়া যায় না