চালু হলো ফইল্যাতলী ব্রিজ

নির্মাণ ব্যয় ৪ কোটি ৮০ লাখ টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

গয়নাছড়া খালের উপর নির্মিত ফইল্যাতলী ব্রিজ চালু হয়েছে। গতকাল ব্রিজটি উদ্বোধন করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান। নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নতুন এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। এই সময় জলাবদ্ধতা প্রকল্পের প্রকল্প পরিচালক ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এর লে. কর্নেল মো. শাহ আলী, সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস, চউক এর প্রকল্প পরিচালক মো. মাঈনুদ্দিনসহ সেনাবাহিনী এবং চউক এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ভাষণে মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান খাল পরিষ্কার রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি খাল এবং নালায় পলিথিনসহ ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ করেন। এছাড়া শহর সুন্দর রাখার জন্য নগরবাসীর ভূমিকার কথাও স্থানীয়দের স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সবাই মিলে সমন্বিতভাবে চেষ্টা করলে সব সংকটই কেটে যাবে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীসহ হালিশহরের বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধবাংলাদেশি তরুণের সাফল্য