চালকের তিনদিনের রিমান্ড

চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ চেষ্টা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

 

 

নগরীর বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার মামলায় বাসটির চালক আনোয়ার হোসেন টিপুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকার বাছা মিয়ার ছেলে। গতকাল রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার এসআই সোহেল রানা জিজ্ঞাসাবাদের জন্য টিপুর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৬ মে ভোরে আনোয়ার হোসেন টিপু ও তার সহকারী জনি দাশকে হাটহাজারী উপজেলার কুয়াইশ ও নগরীর সিএন্ডবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারও আগে গত ১৯ মে রাতে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় সড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় এক তরুণীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জ্ঞান ফিরলে ওই তরুণী পুলিশকে জানান, ধর্ষণের হাত থেকে বাঁচতে সেদিন তিনি বাস থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান।

পূর্ববর্তী নিবন্ধডুলাহাজারা চেয়ারম্যানকে আসামি করার প্রতিবাদে ১৮ চেয়ারম্যানের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধগাছে বাসের ধাক্কা, নিহত ১০