ডুলাহাজারা চেয়ারম্যানকে আসামি করার প্রতিবাদে ১৮ চেয়ারম্যানের স্মারকলিপি

চকরিয়ায় ডাকাত সর্দার নিহতের ঘটনা

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

 

 

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ২৩ মে রাতে দুই সশস্ত্র ডাকাতসন্ত্রাসীদলের সংঘর্ষে ডাকাত সর্দার আমির হোসেন নিহতের ঘটনার মামলায় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে প্রধান আসামি করার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জে পি দেওয়ানের মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ‘সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে ডাকাত সর্দার আমির হোসেন হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে।’ তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানান তারা। এ সময় ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

ইতোপূর্বে চেয়ারম্যানের পরিবারের পক্ষে স্ত্রী নাহিদা সুলতানা সুমি সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ২৩ মে রাত সাড়ে আটটার দিকে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান সশস্ত্র দুই ডাকাতসন্ত্রাসীদলের সংঘর্ষ চলাকালে তার স্বামী হাসানুল ইসলাম আদর (চেয়ারম্যান) ঘটনাস্থলেই ছিলেন না। ওইসময় তিনি ব্যক্তিগত কাজে পৌরশহরেই অবস্থান করছিলেন। যার বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ এবং স্থির ছবিও প্রমাণ হিসেবে তাদের কাছে সংরক্ষিত রয়েছে। ইতোমধ্যে পুলিশও সেই সিসি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রদীপ ও স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ
পরবর্তী নিবন্ধচালকের তিনদিনের রিমান্ড