চালককে গণপিটুনি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নগরের হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালানোর সময় কাভার্ডভ্যান চালককে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার চালক মো. শাহীন (২৬) পাহাড়তলী থানার সমসের পাড়া জনি সওদাগরের বাড়ির নুরুল ইসলামের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। পালিয়ে যাওয়ার সময় লোকজন ধাওয়া দিয়ে নয়াবাজার বিশ্বরোড এলাকায় গাড়িটি আটকে চালককে পিটুনি দেয়। পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে। তাকে ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআলীকদমে মিয়ানমার থেকে পাচারকালে ৪০ গরু আটক
পরবর্তী নিবন্ধদীপংকর তালুকদার আবারো সভাপতি, মুছা সা. সম্পাদক