৭ বছর ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে আসছিলেন মোহাম্মদ মানিক প্রকাশ বোমা মানিক। ২০১৫ এবং ২০১৮ সালে বিস্ফোরক আইনে চারটি মামলা হয় তার বিরুদ্ধে। এসব মামলায় বোমা মানিককে আসামি করে আদালতে অভিযোগপত্রও দিয়েছে পুলিশ। বর্তমানে সবকটি মামলাই আদালতে বিচারাধীন। ২০১৪ সালের পর আন্ডারগ্রাউন্ডে চলে যায়। অবশেষে গত বুধবার রাতে আকবর শাহ এলাকা থেকে বোমা মানিককে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা। গ্রেপ্তার মানিক খুলশীর ইএঙইএন কলোনির মৃত রফিকুল ইসলাম চৌধুরীর ছেলে। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, গ্রেপ্তার হওয়া মানিক বোমা তৈরির কারিগর। ২০১৪ সালের পর থেকে সে গা ঢাকা দিয়ে আছে। এরমধ্যে বিস্ফোরক আইনে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।