চার ভেন্যুতে ৭ হাজার ২০০ পরীক্ষার্থী চট্টগ্রামে

বিডিএস ভর্তি পরীক্ষা আজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩৪ পূর্বাহ্ণ

আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বিডিএস (ডেন্টাল) ১ম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষের) ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্রের অধীনে মোট চারটি ভেন্যুতে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ৭ হাজার ২০০ পরীক্ষার্থী। সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।
এবার সকাল ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রের গেট খোলা থাকবে জানিয়ে চমেক অধ্যক্ষ প্রফেসর সাহেনা আক্তার বলেন, আগে গেট একটু দেরিতে খোলা হলেও এবার কোভিড পরিস্থিতির কারণে সকাল ৮টা থেকেই হলের গেট খুলে দেয়া হবে। সকাল ৮টা থেকেই পরীক্ষার্থীরা হলে প্রবেশের সুযোগ পাবেন। ঠিক দশটার সময় গেট বন্ধ করে দেয়া হবে। দশটায় পরীক্ষা শুরু হয়ে ১১টায় শেষ হবে। চমেক প্রশাসনের তথ্য অনুযায়ী- চমেক কেন্দ্রের অধীনে এবার চমেক ক্যাম্পাস, চট্টগ্রাম সরকারি কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ এবং বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি) স্কুল এন্ড কলেজ ভেন্যুতে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার। স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে জানিয়ে চমেক অধ্যক্ষ বলেন, পরীক্ষার হলে ৩ ফিট দূরত্বে পরীক্ষার্থীদের বসানো হবে। যার কারণে পরীক্ষার হলের সংখ্যা বাড়াতে হয়েছে। পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্য বিধিও যথাযথ মানতে হবে।
পরীক্ষা কেন্দ্র তদারকিতে প্রতি ভেন্যুতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন জানিয়ে চমেক অধ্যক্ষ বলেন, মন্ত্রণালয় কর্তৃক গঠিত পরিদর্শন টিমের সদস্যরাও কাজ করবেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তো থাকছেনই। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে ১২ সদস্যের কোর কমিটি ছাড়াও আরো একাধিক কমিটি (ভর্তি পরীক্ষা কমিটি, লিঁয়াজো কমিটি ভেন্যু কমিটি শৃঙ্খলা কমিটি ও প্রশ্নপত্র গ্রহণ ও সরবরাহ কমিটি) গঠন করা হয়েছে বলেও জানান অধ্যক্ষ।
উল্লেখ্য, গত ২ এপ্রিল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজসমূহের এমবিবিএস ১ম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা সম্মেলন করার নির্দেশ
পরবর্তী নিবন্ধপরিবর্তন আসছে তিন বড় প্রকল্পের ডিজাইনে