চার দেশে মুক্তি পাচ্ছে ‘বিফোর আই ডাই’

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

চলচ্চিত্র নির্মাতা মিনহাজ কিবরিয়া নির্মাণ করেছেন ‘বিফোর আই ডাই’ শিরোনামে সিনেমা। দীর্ঘ দিন আগে সিনেমাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশেষে বাংলাদেশসহ বিশ্বের চারটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। গত শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে কবে নাগাদ মুক্তি পাবে সিনেমাটি তা এখনো চূড়ান্ত হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনবলী নিয়ে আবর্তিত হয়েছে ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রের কাহিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। ইতোমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের আলাদা মনোযোগ কেড়েছেন তিনি। হলিউড, বলিউডের পর কলকাতার সিনেমায়ও তাকে দেখা গেছে। তবে এবারই প্রথম বাংলাদেশি কোনো সিনেমায় অভিনয় করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্লট মালিক সমিতির সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধএবার দুই পূজা এক হচ্ছেন