প্লট মালিক সমিতির সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন

সাংবাদিক হাউজিং সোসাইটি

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

মানুষের জীবন থেমে থাকবে না। যারা চলে যাবেন তাদের স্থান পূরণ করবে নতুন প্রজন্ম। আর সেই প্রজন্মের জন্য বিশ্বকে বাসযোগ্য রাখার দায়িত্ব আমাদের। চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির প্লট মালিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের আহবায়ক সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর। সংগঠনের সাধারণ সম্পাদক নওশাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের আগে নবনির্মিত ২টি তোরণ, সিসিটিভি উদ্বোধন ও গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক হায়দরী। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী ও অর্থ সম্পাদক ইরফান রেজা খান। সোসাইটির প্লট মালিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক শতদল বডুয়া, মফিজুর রহমান, ছরওয়ারুল কবির চৌধুরী সহ সোসাইটির প্লট মালিকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা প্রত্যাশা মেয়রের
পরবর্তী নিবন্ধচার দেশে মুক্তি পাচ্ছে ‘বিফোর আই ডাই’