বাঁশখালীর চাম্বল ইউনিয়নে ৫০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০০ টাকা করে এই মানবিক সহায়তা দেওয়া হয়। চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, ইউপি সদস্য মো. শহিদ উল্লাহ, জাফর ইকবাল, ফজল কাদের, সৈয়দ নুর, নুরুল আলম, আব্দুল মাবুদ, মোহাম্মদ হোছাইন, চাম্বল ইউপি সচিব ফয়সাল আবেদিন, স্বরূপ দেব নাথ, জামাল হোছাইন মিন্টু প্রমুখ।