চাম্বলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা গতকাল শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ। মো. রোকন উদ্দিনের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ইউপি সদস্য জাফর ইকবাল, ফজল কাদের, সৈয়দ নুর, নুরুল আলম, ডা. আকবর আহমদ, আব্দুল মাবুদ, মোহাম্মদ হোছাইন, নাছির আহমদ চৌধুরী, চাম্বল বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইছমাইল, সাধারণ সম্পাদক ফখরুদ্দীন মোহাম্মদ তারেক, চৌমুহনী মার্কেট সমবায় সমিতির সহ-সভাপতি ডা. এস এন রাসেল, দক্ষিণ চাম্বল চৌমুহনী মার্কেট সমবায় সমিতির সভাপতি কালু সওদাগর, স্বরূপ দেব নাথ। সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখার পাশাপাশি করোনাকালীন নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধকরোনা চিকিৎসায় আরেকটি ওষুধ অনুমোদন দিল ভারত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৫ পাহাড়ি পল্লীতে পানির সংকট