চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বিশেষ অভিযানে সাজা পরোয়ানাসহ ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন। গ্রেপ্তার ৮ জন হলেন চান্দগাঁও খাজা রোড এলাকার মোহাম্মদ জিয়াউর রহমান (৪০), চান্দগাঁও উত্তর ফরিদের পাড়ার আয়েশা বেগম (৪৪), চান্দগাঁও বাদশা চেয়ারম্যান ঘাটা এলাকার শাহীন প্রকাশ আজাদ (২৩), ষোলশহর বড় কবরস্থান এলাকার মো. মানিক (৩০), গাবতল মৌলভী পুকুর পাড় এলাকার মো. কুতুব উদ্দিন (৪৪), বাদশা চেয়ারম্যান ঘাটা এলাকার মো. ইকবাল হোসেন (৩২) এবং পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার নুরুল আবছার (৪২)। তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। ওসি মো. আফতাব উদ্দিন বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়।