নগরীর চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে গত ২৪ অক্টোবর দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের। সভাপতিত্ব করেন উপসংঘনায়ক রতনশ্রী মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন উ পঞ্ঞা চক্ক মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সভাপতি দেবপ্রিয় বড়ুয়া। অনুষ্ঠানে লেখক ও গবেষক অমল বড়ুয়াকে বিহারের পক্ষ থেকে ‘প্রজ্ঞাপ্রতিম’ উপাধিতে ভূষিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, বিভূতি রঞ্জন বড়ুয়া, বিমল কান্তি বড়ুয়া, সুধীর বড়ুয়া, ধর্মকায়া ফাউন্ডেশনের প্রতিনিধি সবুজ বড়ুয়া, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক টিপলু বড়ুয়া ও বিহার কমিটির সাধারণ সম্পাদক লাভলু বড়ুয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সনজীব বড়ুয়া তপু, মানস বড়ুয়া, মিলু বড়ুয়া ও বর্ষা বড়ুয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চান্দু বিকাশ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












