চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমতিরি সভাপতি ও কাশমে নুর ফাউন্ডেশনের কো-চেয়াম্যান হাসান মাহমুদ চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হয়েছ। এ উপলক্ষ্যে কোরআন খতম, সমিতির পতাকা অর্ধনর্মিত রাখা, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। চান্দগাঁও আবাসিক জামে মসজিদ কমপ্লক্সে গত ২ অক্টোবর বাদ জুমা পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফলি, মোনাজাত ও তবরুক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে আলোচনা সভায় চান্দগাঁও আবাসকি এলাকা কল্যাণ সমতিরি সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউদ্দনি আহাম্মদ বলেন, হাসান মাহমুদ চৌধুরী চান্দগাঁও আবাসিক এলাকা এবং চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ ও কবরস্থানের সৌন্দর্য বর্ধনে যে ভূমিকা রেখেছেন তা অপরসিীম। করোনার শুরুতে তিনি যারা ঘরে অবরুদ্ধ ছিলেন এবং আয়-রোজগারে কষ্ট পাচ্ছিলেন তাদের সহযোগিতা করেছেন। সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমদে বাবলু ভার্চুয়ালি সংযুক্ত হন। কদলপুররে সাবেক চেয়ারম্যান সাইফুদ্দীন চৌধুরী লাভলু পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।