মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান

সিএমপি কমিশনারের সাথে চসিক প্রশাসকের সাক্ষাৎ

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন করোনাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের মানবিক কর্তব্য পালনের মধ্য দিয়ে পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি পুলিশের ভাবমূর্তিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তিনি গতকাল শনিবার সিএমপি দপ্তরে কমিশনার সালেহ আহমদ তানভীরের সাথে সৌজন্য সাক্ষাতকালে করোনাকালে পুলিশের ইতিবাচক ভূমিকার জন্য প্রশংসাসূচক মন্তব্য করেন। তিনি করোনাকালে সিএমপির যে সকল কর্মকর্তা-সদস্যদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রয়াত এই সম্মুখ যোদ্ধারা জাতীয় বীরের মর্যাদা প্রাপ্ত। তিনি সিএমপি কর্তৃপক্ষকে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তায় মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রধানমন্ত্রী ঘোষিত শূন্য সহনীয় নীতি অনুসরণের আহ্বান জানান। সিএমপি কমিশনার প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত খোরশেদ আলম সুজনের ভূমিকা ও কার্যক্রমের প্রশংসা করেন এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অতিরিক্তি পুলিশ কমিশনার আমেনা বেগম, শ্যামল কুমার নাথ, ডিসি ডিবি বন্দর মোস্তাইন হোসেন, ডিসি ট্রাফিক মোহাম্মদ শহিদ উল্লাহ, ডিসি সরবরাহ মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও আবাসিকে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধগণিতের চর্চা বিশ্লেষণী ,ক্ষমতা বাড়ায়