নগরীর চান্দগাঁও এলাকায় রঞ্জন কুমার দাস (২৩) নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকালে চান্দগাঁও থানাধীন নাথপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রঞ্জন কুমার দাশ ওই এলাকার বাসিন্দা মিলন কুমার দাশের ছেলে। তবে এই বিষয়ে চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার গতকাল রাতে আজাদীকে বলেন, এই ধরণের হামলার অভিযোগ এখনো আমাদের থানায় আসেনি।
এর আগে মিলন কুমার দাশ আজাদীকে বলেন, বিকালে চান্দগাঁও নাথপাড়ায় স্থানীয় সন্ত্রাসী শুভ দেবনাথসহ আরও কয়েকজন লাঠি দিয়ে আমার ছেলের মাথায় আঘাত, কিল, ঘুষি মেরে তাকে রক্তাক্ত করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও তাদের সামনেই এ ঘটনা ঘটে। পরবর্তীতে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
মিলন জানান, যারা এই হামলার সাথে জড়িত তাদের মধ্যে শুভ দেবনাথসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।