নগরীর চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকায় ট্রেনে কাটা পড়েছেন বনলতা দাশ নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা। গতকাল ওই দুর্ঘটনার পর বিকাল ৫টা ৫০ মিনিটে ওই বৃদ্ধাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে আজাদীকে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। নিহত বনলতা দাশ বোয়ালখালী উপজেলার কুদুরখীল গ্রামের মৃত জোতিন্দ্র দাশের স্ত্রী। শীলব্রত বড়ুয়া বলেন, অসাবধানতাবশত ট্রেনের রাস্তা পার হওয়ার সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েছেন।