চান্দগাঁওয়ে জামায়াতের ‘গোপন বৈঠক’ থেকে আটক ১৯

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

চান্দগাঁওয়ে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে, যারা ‘গোপন বৈঠক’ করছিল বলে দাবি পুলিশের। গতকাল সোমবার রাতে চান্দগাঁও থানার অদুরপাড়ায় একটি বাসা থেকে তাদের আটক করার কথা জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান। খবর বিডিনিউজের।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী জানান, জামায়াতের চান্দগাঁও থানা উত্তর শাখার আমির হাসান মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক মো. ইস্কান্দারসহ ১৯ জনকে আটক করা হয়েছে। ওসি বলেন, ‘রাতে একটা বাসায় জামায়াত-শিবিরের লোকজন গোপন বৈঠকে বসেছিলেন। সেখানে তারা নগরীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’ তিনি আরও জানান, আটকদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনগরীর প্রতি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োগ দেবে চসিক