চান্দগাঁওয়ে চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:০৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে আফজাল মাঝির বাড়ির জাহাঙ্গীর বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলোরাঙামাটির জুরাছড়ি থানার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী গ্রামের ত্রিদীপ তংচঙ্গার ছেলে অমিত তংচঙ্গা ওরফে প্রদীপ (২৬) এবং রাঙামাটি পৌরসভার রাঙাপানি নোয়াদম গ্রামের বিজয় কুমার চাকমার ছেলে সুমন চাকমা (২৭)

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, সিঅ্যান্ডবি এলাকার একটি ভবন থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে চোলাই মদ তৈরির সরঞ্জামসহ ৪৮০ লিটার মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৯ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনারীর সম্মান কোথায়