দেশিয় অস্ত্র ও একটি সিএনজিচালিত টেক্সিসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃতরা হলেন মো. শাহজাহান (২০), মো. হৃদয় (১৯), মো. শাকিব (১৯), মো. রাব্বি (২৪), মো. আশরাফ উদ্দিন (২২) ও রতন দাস (৫৫)। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায় চান্দগাঁও থানার সিএন্ডবি শাপলা ক্লাব হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে দুটি ছোরা, একটি দা ও একটি টেক্সি জব্দ করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।