চান্দগঁওয়ে ফেন্সিডিল উদ্ধার মামলায় যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগঁওয়ের বাস টার্মিনাল এলাকা থেকে ৭৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় মো. হেলাল হোসেন বাবু নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. হেলাল হোসেন বাবু নোয়াখালীর কবিরহাট এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশুলকবহরে কাউন্সিলর মোরশেদ আলমের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধটাইগারপাসে শতবর্ষী গাছ কাটার পরিকল্পনা বন্ধের দাবি