চাকুর ভয় দেখিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই সিএনজিসহ দুই চিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার বড় দারোগারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৪ নম্বর ব্রিজ এলাকা থেকে সিএনজিটি ছিনতাই করে তিনজন। গ্রেপ্তারকৃতরা হলেন, মীরসরাই উপজেলার হাইকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আবদুল সারাং বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে মো. মাসুদ (২৫) ও সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে আব্দুল মজিদ রনি (২৫)। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, চাকুর ভয় দেখিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের একটি অভিযোগ করেন মো. শামসুল আলম নামের এক ব্যক্তি। গত মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল চার নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। অভিযোগটি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উপজেলার বড় দারোগারহাট এলাকায় ছিনতাইকারীদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশাসহ দুইজনতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় একজন পালিয়ে যায়। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।