বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চাকরির নিরাপত্তা বিধান, সামাজিক মর্যাদা রক্ষায় এবং আর্থিক সচ্ছলতার প্রয়োজনে চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি। গতকাল বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার এক বর্ধিত সভায় শিক্ষক নেতৃবৃন্দ দাবি জানান। চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম এ ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার উপদেষ্টা গোলাম রহমান, সহ সভাপতি আব্দুস ছাত্তার মজুমদার, অধ্যক্ষ মো নাসির উদ্দীন, হোসাইনুল ইসলাম মাতবর, মো তৌহিদুল ইসলাম টিপু, কমল কান্তি ভৌমিক, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মো জাহাঙ্গীর আলম, গোলাম মহিউদ্দিন, এম এ মোমিন হাজারী, মো. আইয়ুব, মাহফুজুল ইসলাম, মো নিজাম উদ্দিন, আব্দুল খালেক, বিজয়ানন্দ বড়ুয়া, বক্তব্য রাখেন মো.নাসিম উদ্দিন, মামুন হাসান, এস এম আক্কাস উদ্দিন, মো শহীদুল ইসলাম, জানে আলম প্রমুখ। বক্তারা বলেন, একই সিলেবাসের মাধ্যমে পাঠদান করা সত্বেও শিক্ষকদের মাঝে সরকারি বেসরকারি বৈষম্য বিদ্যমান। বৈষম্য নিরসনে চাকরি জাতীয়করণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। বার্ষিক পরীক্ষার জন্য সুস্পষ্টভাবে সিলেবাস ও মানবন্টন সম্বলিত নির্দেশনা প্রদানের জন্য শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












