চাকরির নিয়োগ পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হোক

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আমাদের দেশে সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হয় না। যা আমাদের চাকরি প্রত্যাশী অনেকের জন্য একটি জটিল সমস্যা। দেশের সরকারি-বেসরকারি বেশিরভাগ নিয়োগ পরীক্ষার কেন্দ্র নেয়া হয় ঢাকায়। ঢাকার স্থায়ী বাসিন্দা ও আশে-পাশে বাসকারী ছাড়া দেশের অন্যান্য জেলার প্রার্থীদের জন্য এটি বেশ জটিল সমস্যা। কেননা এসব প্রার্থীদের ঢাকায় পৌঁছতে বেশ প্রতিয়োগিতা করতে হয়। দেশের নানা প্রান্ত হতে অনেক পরীক্ষার্থী, নিয়োগ পরীক্ষাগুলোতে অংশ গ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র ঢাকায় ট্রেন বা বাসে তাদের যাত্রা করতে হয়। যাত্রা পথে ক্লান্তি,থাকা ও খাওয়ার সমস্যা তো আছেই। অনেকের থাকার জায়গা নেই, ফলে আবাসিকে তাদের বাড়তি খরচ গুণতে হয়। এ সমস্যার কারণে অনেক পরীক্ষার্থী রাতে ঢাকায় যাত্রা করে, কেননা পরদিন পরীক্ষা। যাত্রাপথে জ্যাম থাকলে অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারে না। কোনো কোনো সময় অর্ধপথ থেকেই বাড়ি ফিরতে হয়। হয়তো অনেক কষ্টে ঢাকায় পৌঁছানোর পরও অনেকে যথাসময়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেন না। পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পেরে অনেক প্রার্থী ক্লান্তি, ক্ষোভ, নিয়ে বাড়ি ফেরেন। তাই সকল প্রার্থীর কথা বিবেচনা পূর্বক, সকল সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা ভিত্তিক বা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলে-বেকার, গরিব, প্রতিবন্ধি, মেধাবী নারীসহ- সকল প্রার্থীর জন্য মঙ্গল।
মোঃ ওয়াহেদুজ্জামান, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠান প্রধান হয়ে উঠুক প্রকৃত অভিভাবক
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অকৃত্রিম বন্ধু : মুহাম্মদ আনোয়ার আল-সাদাত