চাই সাহস ও মনোবল

মোহাম্মদ জাহাঙ্গীর আলম | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

যেকোনো কিছুর সূচনা বা উদ্ভাবনী ধারণা ও চিন্তা নিয়ে নতুন যাত্রা শুরু করার সময় আমাদের সাহস ও মনোবল প্রয়োজন। যখন আমরা কিছু শুরু করি, তখন অনেক অনিশ্চয়তা ঘিরে ফেলে। ফলাফল বা পরিণতি সম্পর্কে অনিশ্চয়তা, পরিবেশ সম্পর্কে অনিশ্চয়তা, আমরা আমাদের প্রয়োজনীয় সমর্থন পেতে সক্ষম হব কিনা তা নিয়ে অনিশ্চয়তা, অন্যদের প্রতিক্রিয়া সম্পর্কে অনিশ্চয়তা ইত্যাদি ইত্যাদি। অনিশ্চয়তা সবসময়ই আছে এবং থাকবে।

যাইহোক, আমাদের মন সাধারণত ভয়ের সাথে সাড়া দেয়। এই অনিশ্চয়তাগুলো ব্যর্থতার ভয়, ক্ষতির ভয়, প্রত্যাখ্যানের ভয়, নিজেকে বোকা বোকা দেখার ভয়, একা থাকার ভয়ের জন্ম দেয়। সাহস হল আমাদের অভ্যন্তরীণ গোপন অস্ত্র যা আমাদের ভয় সত্ত্বেও কাজ করতে এগিয়ে নিয়ে যায়। সাহস আমাদের ব্যর্থতার ভয়কে একপাশে রেখে প্রথম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়। সাহস আমাদের প্রত্যাখ্যানের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে। সাহস আমাদের এমন কিছু চেষ্টা করার অনুমতি দেয় যা আমরা আগে চেষ্টা করিনি। তাই আমাদের জীবনের প্রতিটি কাজ, খেলায় আমাদের সাহসী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখাতে হবে যাতে নিজেদেরকে অবিচল শক্তিধর হিসেবে উপস্থাপন করা যায়। এটা অবশ্যই আমাদের ইতিবাচক ফলাফল দেবে। আসুন আমরা সাহসী হই, আমাদের জীবনকে সামনের দিকে উপভোগ করার জন্য আমাদের অন্তরের আদালতের ভয়কে দূর করি।

পূর্ববর্তী নিবন্ধচলাচলের রাস্তায় ওয়াসার পাইপ ফেটে সৃষ্ট গর্ত সংস্কার করা হোক
পরবর্তী নিবন্ধসুবিধা বঞ্চিতদের একজন