চাই সর্বজনীন মেয়র ও কাউন্সিলর

ইসমাইল চৌধুরী | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:০৫ পূর্বাহ্ণ

“এটা কেবল ইউটোপিয়া বা স্বপ্নরাজ্যে-ই সম্ভব”, বলবেন সবাই। বাংলাদেশের বাস্তবতায় দ্বিতীয় কোন কথা কারো মাথায় আসবে না, এটাই স্বাভাবিক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্বাগত বক্তব্য শুনলাম, দেখলাম খুব মনোযোগ দিয়ে। বারবার একটা কথা বলছিলেন, ‘গ্রেট নেশন’, ‘গ্রেট নেশন’…তাঁরা ভালো-খারাপ যা-ই হোক নিজেদের ‘গ্রেট নেশন’-ই মনে করে। যা করে তা আত্মবিশ্বাস নিয়েই করে। পুরো বক্তব্যে একটিবারের জন্যও তিনি সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের নাম নেননি। দু’দিন আগেও দেশের ললাটে কলঙ্কের তিলক আঁকাদের কথা বলেননি। তিনি ধ্বংসস্তূপ থেকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে নতুন আমেরিকা নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। আর আমাদের ছেলেবুড়ো সবাই কবির সাথে তাল মিলিয়ে একটা কথাই বলি, ‘রেখেছো বাঙালি করে…’। বাঙালি হওয়াটা যেন পাপ! মনোভঙ্গির পরিবর্তন জরুরি। আমরাও শ্রেষ্ঠ জাতি। আমেরিকানরা নির্বাচিত হবার পর যখন খোলামেলা বলতে পারে, আমি দলের প্রেসিডেন্ট নই, পুরো জাতির প্রেসিডেন্ট। তেমনি আমরাও বলতে পারবো, “আমি দলের লোকদের মেয়র-কাউন্সিলর নই, নগরের পিতা, নগরবাসীর কাউন্সিলর।” এটা শুধু কথায় নয়, কাজে পরিণত হতে হবে। আমার বিশ্বাস, নবনিযুক্ত মেয়র এম রেজাউল করিম তা পারবেন, ইনশাআল্লাহ্‌। নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সাহেব সার্টিফাই করেছেন, “দুই দলের মেয়র প্রার্থী ভদ্রলোক। এ জন্য মেয়র প্রার্থীদের নিয়ে তাঁদের কোনো দুশ্চিন্তা ছিল না।” এভাবে অল্প থেকে শুরু করা গেলে শীঘ্রই আমাদের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিও সগর্বে বুক ফুলিয়ে বলতে পারবেন, “আমরা শ্রেষ্ঠ জাতি বাংলাদেশি/বাঙালিদের সবার নেতা, দলের নেতা নই।”

পূর্ববর্তী নিবন্ধনতুন মেয়রের সামনে একটাই চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধমুহম্মদ মনসুরউদ্দীন : লোকগীতির সংগ্রাহক ও সম্পাদক