চাঁন-মনোয়ারা দম্পতি পাচ্ছেন নতুন ঘর

বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এঙপ্রেসের বগি পড়ে বিধ্বস্ত এক দম্পতির ঘর নতুন করে তৈরি করে দিচ্ছে উপজেলা প্রশাসন। রোববার ট্রেনটির দুটি বগি আড়াআড়িভাবে গিয়ে পড়েছিল ঢাকাচট্টগ্রাম রেলপথের পাশে থাকা বৃদ্ধ চাঁন মিয়া ও মনোয়ারা বেগমের একচালা ঘরে। এতে দুজন প্রাণে বেঁচে গেলেও মাথা গোজার ঠাঁই হারান। বিষয়টি জানার পর পরই ওই দম্পতিকে ঘর করে দেওয়া এবং আরও কিছু আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন জানান। খবর বিডিনিউজের। দুর্ঘটনার বর্ণনা দিয়ে ক্ষতিগ্রস্ত বৃদ্ধ চাঁন মিয়া বলেন, ‘দুপুরের নামাজ পড়ে ঘরেই শুয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো। ঘর ভেঙে পড়ছে টের পেয়ে স্ত্রীকে নিয়ে কোনোরকমে বের হয়ে আসি এবং প্রাণে বাঁচি। আমরা দুজনই ব্যথা পেয়েছি। জায়গাসম্পত্তি না থাকায় রেললাইনের পাশে কোনোরকমে একচালা টিনের ঘর বানিয়ে বাস করছিলাম। মানুষের কাছে চেয়ে যা পাই তা দিয়ে জীবন চালাই।’

প্রশাসন নতুন ঘর করে দেবে এই খবরে খুব খুশি চাঁন মিয়া। তিনি বলছিলেন, ‘ভেবেছিলাম মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে স্ত্রীকে নিয়ে রাস্তায় থাকবে হবে। কিন্তু উপজেলা প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি।’

ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতির সঙ্গে দেখা করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আগামী দুদিনের মধ্যে তাদেরকে আমরা নতুন ঘর তৈরি করে দেব। পাশাপাশি তাদের আর্থিক প্রণোদনাসহ ১০টি হাঁস, ১০টি মোরগ এবং দুটি ছাগল কিনে দেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধআম্মান ও দ্বীন রিমান্ডে
পরবর্তী নিবন্ধসীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ