চাঁদ উঠেছে সৌদি আরবে, পবিত্র হজ ২৭ জুন

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন সে দেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন হবে পবিত্র হজ।

আরব নিউজ জানিয়েছে, গতকাল রোববার চাঁদ দেখা গেছে বলে আজ সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে সৌদি আরবে। সেই অনুযায়ী, আগামী ২৭ জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে। খবর বিডিনিউজের।

মক্কার অদূরে আরাফাত ময়দানে সমবেত হয়ে প্রার্থনা ও খুৎবা শোনাকে হজ ধরা হলেও এই ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় একদিন আগে। আর ঈদের দিন পশু কোরবানির মধ্যদিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনে সৌদি আরবে জড়ো হচ্ছেন। বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ যাচ্ছেন হজ পালনে। সৌদি আরবসহ মধ্য প্রাচ্যে ২৮ জুন কোরবানির ঈদ উদযাপন হলেও ব্রুনেই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ২৯ জুন ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির আজকের বৈঠকে ঈদের দিনের ঘোষণা আসবে।

পূর্ববর্তী নিবন্ধসাপে কাটা ৬৫ ভাগ মানুষ প্রথমে যায় ‘ওঝা’র কাছে
পরবর্তী নিবন্ধকারও হস্তক্ষেপে মাথা নত করব না : প্রধানমন্ত্রী