চাঁদাবাজি বন্ধে চাক্তাই ট্রাক শ্রমিক সমিতির প্রতিবাদ সভা

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পাইকারী পণ্যের বাজার চাকতাই এলাকার চিহ্নিত চাঁদাবাজ, এলাকাবাসী ও পরিবহন শ্রমিকদের উপর হামলা-মামলার মূলহোতাদের অবিলম্বে আইনের আওতায় এনে চাকতাই এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সদ্য যোগদানকারী সিএমপি কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করে চাকতাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
গতকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ পাইকারী পণ্যের মোকাম চাকতাই এলাকায় দীর্ঘদিন যাবত একটি চাঁদাবাজ চক্র নানা অজুহাতে সাধারণ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের জিম্মি করে রেখেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী প্রতিকার চেয়ে বিভিন্ন সময় যারা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে সভা-সমাবেশ, মানববন্ধন করেছেন তাদের উল্টো নানা রকম মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য চাকতাই ট্রাক শ্রমিক সমিতির উপদেষ্টা নিজাম উদ্দীন কাজল ও শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা, প্রতিবাদ করায় সংগঠনের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ও নুরুল হকের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা।
নেতৃবৃন্দ সদ্য নিয়োগ প্রাপ্ত সিএমপি কমিশনার বরাবরে মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় দায়েকৃত মামলা নথিভুক্ত করা ও ঘটনার প্রমাণ সংগ্রহ করে সিএমপি কমিশনারের নিজস্ব তত্ত্বাবধানে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
চাকতাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জেবল হোসেন লেদুর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা শ্রমিক নেতা নিজাম উদ্দিন কাজল, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বেলাল, সহ-সভাপতি কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া, আবুল কালাম আজাদ মুন্সি, শ্রমিক নেতা মোহাম্মদ মিলন, আব্দুস শুক্কুর খলিল, মো. কবির ড্রাইভার, নুরুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত মানুষ গড়াই ঘাসফুলের লক্ষ্য
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আগুনে পুড়ল ৬ বসতঘর