চাঁদাবাজি ও নকল স্বর্ণেরবার বিক্রির দায়ে আটক ৪

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৪৩ পূর্বাহ্ণ

নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে দুই চাঁদাবাজ ও বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে আটক করা হয়েছে। র‌্যাব জানায়, গোপন সূত্রে রাস্তার মাথায় রেল গেইটে অবস্থিত মিরছি কুলিং কর্নার সামনে সিএনজি, বাস, মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন থেকে জোর পূর্বক গতিরোধ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করার খবর পায়। পরে সেখানে অভিযান চালিয়ে মুরাদ হোসেন (২৬) ও মো. সুমনকে আটক করা হয়। এদিকে বায়েজিদ বোস্তামী মাজার রোড দিপু টেলিকম দোকানের সামনে পাকা রাস্তার উপর কয়েকজন সিএনজি যোগে নকল স্বর্ণের বার বিক্রয়ের জন্য অবস্থান করছে। গোপনে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যদের দেখে পালানোর সময় মো. নবির উদ্দিন ও মো. লিটন (৩৫) কে আটক করা হয়। র‌্যাব জানায়, নবির উদ্দিনের পকেট থেকে একটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিএনজি (চট্টমেট্রো১২৭১৮০) জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নকল স্বর্ণের বার তৈরি করে এবং নিরীহ লোকজনকে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অপহৃত শিশু উদ্ধার, ফুফা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে প্রফেসর নুরুদ্দীন স্মরণসভা