মহেশখালীতে অপহৃত শিশু উদ্ধার, ফুফা গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৪২ পূর্বাহ্ণ

মহেশখালীতে অপহৃত হয় ৪ বছরের এক শিশু। পরে পরিবারের কাছে দাবি করা হয় ৪ লাখ টাকা মুক্তিপণ। এমন অভিযোগের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে রামু থেকে উদ্ধার করেছে শিশু সাইমনকে। একই সাথে গ্রেপ্তার করা হয় অপহরণকারী রোহিঙ্গা নাগরিক ফুফা মোহাম্মদ রফিককে। মহেশখালী সহকারী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়দাবাদ গ্রামের মোহাম্মদ করিম তার ৪ বছরের শিশু অপহৃত হয়েছে এবং অপহরণকারীরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করছে মর্মে থানায় অভিযোগ করেন। বিষয়টি আমলে নিয়ে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীর অবস্থান নির্ণয় করে। তার অবস্থান রামু থানা এলাকায় পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গর্জনিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের তুষারের বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী শিশুর ফুফা রোহিঙ্গা নাগরিক উখিয়া উপজেলার কুতুপালং শিবিরের লম্বাশিয়া এলাকার সুলতান আহমদের পুত্র মোহাম্মদ রফিককে (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিক অপহরণের বিষয়টি স্বীকার করে পুলিশের কাছে জানান, শিশুর পিতা তার স্ত্রীর বড় ভাই মোহাম্মদ করিমের নিকট থেকে পাওনা টাকা আদায়ের উদ্দেশে তিনি শিশুটিকে অপহরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধনীল চাঁদোয়া
পরবর্তী নিবন্ধচাঁদাবাজি ও নকল স্বর্ণেরবার বিক্রির দায়ে আটক ৪