দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের মধ্যে চাঁদপুর–২ (মতলব) আসনে বিএনপির প্রার্থী জালাল উদ্দিন ও তার স্ত্রী–সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দিয়েছেন। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন জালালের স্ত্রী শাহানাজ শারমিন, ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী ও মেয়ে আয়েশা তাসিনীমা তানভী। খবর বিডিনিউজের।
দুদকের সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ সোমবার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ তথ্য দেন। আবেদনে বলা হয়, জালালের বিরুদ্ধে ‘বিধিবহির্ভূতভাবে’ অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থ–সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি সপরিবারে যেকোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নিতে পারেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো আবশ্যক।











