চসিক ৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে পরিবারগুলো আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। তিনি শুক্রবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সকলকে নগদ টাকা প্রদান করেন। এছাড়া তিনি তাদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন, ডাক্তার সেলিমগীর, আব্দুর রাজ্জাক, আইনুল কামাল রাহি, আবদুল্লাহ আল আহসান হিমেল প্রমুখ। সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহ্‌বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে একই পরিবারের চারজনসহ পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধক্রিয়েটিভ নার্সিং কলেজে নার্সেস দিবস উদযাপন