অন্যায্য বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে ১৫ মার্চ সকাল ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও কর্মসূচির প্রচারণার গতকাল ৫ম দিন সকাল ১০টা থেকে শুরু হয়।
করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি ও পথসভার মাধ্যমে নগরের পাচঁলাইশ, বকসু পাড়া, চালতলি, রুপনগর, হাজিপাড়া, চাঙ্গা আবাসিক, মোহরা, কমাল বাজার, কাজি বাজার, কাতালগঞ্জ, চট্টেশ্বরী রোড, কাজীর দেউরি, মেহেদীবাগ, আসকার দিঘীর পাড় এলাকায় গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












