চসিকে বাজেট বাস্তবায়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহায়তায় পরিচালিত ‘সিটি কর্পোরেশন সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’ এর আওতায় এই কর্মশালার আয়োজন করে চসিকের হিসাব বিভাগ।

গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব মো. জিল্লুর রহমান। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ফিনান্সিয়াল স্পেশালিস্ট এম. এ কুদ্দুস।

কর্মশালায় অংশগ্রহণ করেন হিসাবরক্ষণ কর্মকর্তা আশুতোষ দে, আবদুছ ছালাম, বিপুল কুমার নন্দী, নেজামুল হক, আরমানুল আলম, মো. নাজিম উদ্দিন, জহির উদ্দিন মো. বাবলু, দেবাশীষ বড়ুয়া, সমীর চৌধুরী প্রমুখ। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাজেট বাস্তবায়নের প্রতিটি ধাপেই সুনির্দিষ্টতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমাদের সকল কর্মকাণ্ডের পেছনে জনস্বার্থ জড়িত, তাই যথাযথ পরিকল্পনা ও দক্ষ বাস্তবায়নই নগরবাসীর জন্য উন্নয়ন নিশ্চিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করল সরকার
পরবর্তী নিবন্ধআজ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) এর বার্ষিক ওরশ