ভারী যান নিয়ন্ত্রণে ‘হাইট ব্যারিয়ার’ নির্মাণ শেষ হলেও খুলে দেয়া হয়নি নগরের বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী আরাকান সড়কের সাথে সংযুক্ত র্যাম্পটি। দুটি পিলারে ফাটল দেখা দেয়ার পর সংবাদ প্রচার হলে গত ২৫ অক্টোবর রাত ১১ টা থেকে সেখানে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। অর্থাৎ গত ৬ দিনের বেশি সময় ধরে র্যাম্পটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
‘ফাটল’র কারণ উদঘাটন ও প্রতিকার নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গঠিত নিরপেক্ষ তদন্ত কমিটির সদস্যদের পরিদর্শন শেষে তাদের মতামতের প্রেক্ষিতে যান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিবে চসিক। এদিকে চসিকের গঠিত তদন্ত কমিটির দিক নির্দেশনা অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস দিয়ে গতকাল রোববার চসিককে চিঠি দিয়েছে সিডিএ। সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এর প্রকৌশলীর সমন্বয়ে সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি প্রশংসনীয়। বর্তমানে যান চলাচল বন্ধ থাকায় যান চলাচলের উপযোগী করে র্যাম্পটি যানবাহনের জন্য খুলে দেয়ার বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত নিরপেক্ষ তদন্ত কমিটির দিক নির্দেশনা অনুযায়ী সিডিএ কর্তৃক প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
চসিকের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মানিক দৈনিক আজাদীকে বলেন, তদন্ত কমিটির জন্য চুয়েট ও সওজে আমরা চিঠি দিয়েছিলাম। চুয়েট থেকে নাম প্রস্তাব করা হয়েছে। আগামীকাল সওজ থেকে পাব। আমাদের টার্গেট থাকবে কালকে (আজ) কমিটির সদস্যদের পরিদর্শন করানো। তাদের মতামত পেলে আমরা যান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিব। আশা করছি কাল-পরশুর (আজ এবং আগামীকাল) মধ্যে সিদ্ধান্ত নেয়া যাবে।
তিনি বলেন, হাইট ব্যারিয়ার নির্মাণ করে ফেলেছি। কাজেই কমিটির মতামত পাওয়া মাত্র সিদ্ধান্ত নিয়ে ফেলতে সমস্যা হবে না।