অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে হারিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কোয়ালিটি ২–০ গোলে সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। নিজেদের প্রথম খেলায় কোয়ালিটি ড্র করেছিল মোহামেডান ব্লুজের সাথে। গতকালের জয়ে ২ খেলা শেষে তারা ৪ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে সিটি কর্পোরেশনও নিজেদের প্রথম খেলায় বন্দরের সাথে ড্র করেছিল। দুই খেলা শেষে তাদের পয়েন্ট ১। গতকাল খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলছিল। তবে সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হয় কোয়ালিটি। খেলার ৬ মিনিটেই তারা এগিয়ে যায়। ডান প্রান্ত দিয়ে গড়ে উঠা আক্রমণ থেকে জীবনের ক্রস পেয়ে শাকিল গোলরক্ষককে পরাভূত করেন (১–০)। এ গোলের পর আক্রমণ প্রতি আক্রমণ হলেও সিটি কর্পোরেশন সুবিধা করতে পারেনি। বরং খেলার ১৮ মিনিটে আরও একটি গোল হজম করতে হয় তাদের। এ সময় একটি আক্রমণ থেকে বক্সের ভেতর বল পেয়ে যান আবারো শাকিল। তিনি আগুয়ান গোলকিপারের মাথার উপর দিয়ে চমৎকার প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন। কোয়ালিটি এগিয়ে যায় ২–০ গোলে। দুই গোলে পিছিয়ে থেকে সিটি কর্পোরেশন আক্রমণের ধার বাড়াতে চেষ্টা করে। কোয়ালিটি গোলমুখে তারা কিছু আক্রমণও রচনা করে। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়াইয়ে নামে সিটি কর্পোরেশন। গুটি কয়েক সুযোগও সৃষ্টি করে। কিন্তু গোল করতে ব্যর্থ হয় দলের আক্রমণভাগ। ৮৬ মিনিটে সুবর্ণ সুযোগ লাভ করে তারা। বক্সে ঢুকে গোল করতে উদ্যোত সিটির রাশেদকে ফেলে দেন কোয়ালিটির রনি হায়দার। অবৈধভাবে বাধা দেয়ার জন্য রেফারী সিটি কর্পোরেশনের পক্ষে পেনাল্টি দেন। রনিকে সতর্ক করেন হলুদ কার্ড দেখিয়ে। গোল পরিশোধের এ সুযোগটিও নিতে পারেনি সিটি কর্পোরেশন। দলের তানিন সরকারের নেয়া শট ব্যর্থ করে দেন কোয়ালিটি কিপার রাজীব। বাকি সময় সিটি কর্পোরেশন আক্রমণ করলেও কোয়ালিটির রক্ষণভাগ ভেদ করতে পারেনি। উপরন্তু খেলার শেষ মিনিটে আরো একটি গোল হজম করা থেকে রক্ষা পায় তারা কোয়ালিটির আক্রমণভাগের ব্যর্থতায়। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন কোয়ালিটি স্পোর্টস ক্লাবের মো. শাকিল আলী। তার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এম এ মুছা বাবলু। আজ প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় অংশ নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে।