গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন আমেরিকান অভিনেতা লেসলি জর্ডান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সোমবার বিবিসি জানায়, ‘উইল অ্যান্ড গ্রেস’ ও ‘আমেরিকান হরর স্টোরি’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পাওয়া এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসে একটি বাড়ির পাশে গিয়ে ধাক্কা দেয় লেসলি জর্ডানের গাড়ি। গাড়িতে থাকা জর্ডান ঘটনাস্থলেই মারা যান বলে লস এঞ্জেলস টাইমস পত্রিকাকে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান, সংঘর্ষের পরপরই জর্ডানের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে নাকি জরুরি চিকিৎসা পেতে দেরির কারণে তিনি মারা গেছেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। জর্ডানের এজেন্ট জন লেক্লেয়ার বলেন, এই তারকা ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। তিনি ফক্স টেলিভিশনের ধারাবাহিক ‘কল মি ক্যাট’ এর সেটে যাচ্ছিলেন। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, জর্ডানের মৃত্যুতে এই ধারাবাহিকের তৃতীয় মৌসুমের শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের চ্যাটানুগাতে জন্ম নেওয়া লেসলি জর্ডান মাত্র ১২ বছর বয়সে তার মাকে জানিয়েছিলেন, তিনি সমকামী। ১৯৮২ সালে ইউনিভার্সিটি অব টেনেসি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি লস এঞ্জেলেসে পাড়ি জমান এবং বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করেন। মারফি ব্রাউন নাটকে অভিনয় তাকে খ্যাতি এনে দেয়। স্যাটায়ারিক্যাল কমেডি সিরিজ ‘উইল অ্যান্ড গ্রেস’-এ বেভারলি লেসলি চরিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে তিনি অ্যামি অ্যাওয়ার্ড জয় করেন।